Wednesday, November 2, 2011

বন্ধুরা

বন্ধুরা, তোমরা সংঘবদ্ধ হও,
সোজা হয়ে দাড়াও,
আমার মৃত্যু কামনা কর,
আমি আর লিখতে পারি না বন্ধু,
আমি আর ধরতে পারি না তোমাদের হাত |

তোমরা দাড়াও,
রাস্তার পর রাস্তা ঢেকে যাক
তোমাদের ধব ধবে সাদা কাপড়ে,
সমুদ্রের ঢেউ এর মত গর্জে ওঠো বন্ধু,
মৃত্যু কামনা কর আমার |

তোমাদের ধুধু মরুভূমিতে আজ
ফুটছে না গোলাপ,
যে গোলাপ চেয়েছিলে
ঘরের বাগানে
কিংবা তোমাদের রুমালের কিনারে,
সুতার কারুকাজে |